নাইন অপটিক: চশমার ফ্রেমের অনলাইন শপ
সময় এসেছে ধ্যান ধারনা পরিবর্তিনের। যুগ যুগ ধরে দোকান থেকে চশমার ফ্রেম এবং লেন্স কিনে প্রতারিত হয়েছেন? বিশ্বাস উঠে গেছে যে, বাংলাদেশে অরিজিনাল ফ্রেম পাওয়া যায়না। সবই ফেইক রেপ্লিকা! আপনাদের অনুরোধ করবো নাইন অপটিক থেকে ফ্রেম কিনুন। বাংলাদেশে আইওয়্যার প্রোডাক্টের জন্য নাইন অপটিক দেশের প্রথম এবং সর্ববৃহত অনলাইন স্টোর। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত অনলাইন এবং অফ লাইন দুই প্লাটফর্ম মিলিয়ে প্রায় ২ হাজার ভিআইপি এবং সাধারণ কাষ্টমারকে সার্ভিস দিয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে নাইন অপ্টিক থেকে সম্মানিত কাষ্টমাররা প্রোডাক্ট ক্রয় করেছেন। বর্তমানে নাইন অপটিকের কার্যক্রম দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত হচ্ছে।
কারা আমাদের কাষ্টমার?
দেশের প্রথম সারীর ব্যবসায়ী থেকে শুরু করে আমলা, পুলিশ অফিসার, রাজনীতিবিদ, মেয়র, এমপি, উপজিলা চেয়ারম্যান, ব্যবসায়িক নেতা, শিল্পপতি, গার্মেন্টস মালিক, বিদেশী নাগরিক এবং দেশের সাধারণ চাকরীজীবিসহ সাধারণ জনগনই হচ্ছে আমাদের চশমার ফ্রেমের অনলাইন শপ এর কাস্টমার।
নাইন অপটিক কেন?
একমাত্র আমরাই বাংলাদেশে অরিজিনাল ফ্রেম আমদানী করে থাকি। দোকানগুলোতে চাইনিজ রেপ্লিকা ফ্রেমকে অরিজিনাল বলে বিক্রি করা হয়। কাস্টমার প্রতারিত হয়ে এক দোকান থেকে আরেক দোকানে যায়, সেখানেও একই অবস্থা। বাংলাদেশে আমরা কয়েকটি ব্রান্ডের অথোরাইজড সেলার । এছাড়াও আমরা সরাসরি ইউরোপ থেকে প্রোডাক্ট আমদানি করে থাকি। কোন কাস্টমার আজ পর্যন্ত বলতে পারেনি, তারা নাইন অপটিক এর চশমার ফ্রেমের অনলাইন শপ থেকে ফ্রেম কিনে প্রতারিত হয়েছে। এছাড়াও আমরা সর্বোচ্চ মানের বিক্রয়োত্তর সেবা প্রদান করে থাকি।
ট্রাই হোম সার্ভিস
বাংলাদেশে প্রথম আমরাই নাইন অপটিকের মাধ্যমে ট্রাই হোম সার্ভিসটি চালু করেছি। যেহেতু অনলাইনে চশমার ফ্রেম ট্রায়াল দেয়া যায়না এবং বাংলাদেশের কাষ্টমার এখনো ট্রায়াল দেয়া ছাড়া চশমা কিনতে অভ্যস্ত নয়, তাই কাষ্টমারের চাহিদা অনুযায়ী নাইন অপটিকের চশমার ফ্রেমের অনলাইন শপ এর অভিজ্ঞ বিক্রয়কর্মী আমাদের এক্সক্লুসিভ ফ্রেমের কালেকশন নিয়ে কাস্টমারের অফিস অথবা বাসায় যায়। সেখানে কাস্টমার ফ্রেম ট্রায়াল দিয়ে তার পছন্দমত ফ্রেম ক্রয় করতে পারেন। এই সার্ভিসটি একদম ফ্রি এবং কি ফ্রেম পছন্দ না হলেও কাস্টমারের কোন সার্ভিস চার্জ দেয়ার প্রয়োজন নেই।
হোম ডেলিভারি সার্ভিস
সর্বোচ্চ মানের বিক্রয়োত্তর সেবা ছাড়াও নাইন অপটিক এর চশমার ফ্রেমের অনলাইন শপ দিচ্ছে দেশের যেকোন জায়গায় ফ্রি হোম ডেলিভারী সার্ভিস। প্রোডাক্ট অর্ডার দেয়ার পর সেটা আমাদের নিজ খরচে কাস্টমারের বাসায় অথবা অফিসে পৌঁছানোর দায়িত্ব নাইন অপটিকের। এক্ষেত্রে কাস্টমার ঘরে বসে থেকে প্রোডাক্ট অর্ডার দিয়ে আবার ঘরে বসে থেকেই প্রোডাক্ট হাতে পাচ্ছেন।
সর্বোচ্চ মানের প্রেসক্রিপশন লেন্স
বাংলাদেশের দোকানগুলোতে চাইনিজ কোম্পানির প্রেস্ক্রিপশন লেন্সগুলো সাধারণরত বিক্রি করা হয়। সেক্ষেত্রে কাস্টমার ভালো কোন লেন্স চাইলে চাইনিজ লেন্সকেই ব্রান্ডের লেন্স বলে কাস্টমারকে প্রতারিত করা হয়। কারণ লেন্স কোনটা আসল আর কোনটা নকল সেটা কাস্টমারের বুঝার কোন ক্ষমতা নাই। এই ক্ষেত্রে নাইন অপ্টিক এর চশমার ফ্রেমের অনলাইন শপ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসি। আমরা উন্নত মানের লেটেস্ট টেকনোলজির ব্রান্ডেড লেন্স বিক্রি করে থাকি, যে লেন্সগুলো প্রাইস খুব বেশী। কম দামে অরিজিনাল লেন্স বিক্রি করে কাস্টমারের সাথে আমরা প্রতারণা করিনা। প্রমানসহ অরিজিনাল লেন্স বিক্রি করে থাকি, যেই লেন্সগুলো লেটেস্ট ইউভি এবং আই আর প্রটেক্টেড এবং ব্লু লাইট প্রটেক্টেড।
ফ্রি চক্ষু পরীক্ষা
সম্মানিত কাস্টমারদের জন্য নাইন অপটিক এর চশমার ফ্রেমের অনলাইন শপ দিচ্ছে ফ্রিতে চক্ষু পরীক্ষার সুবিধা। দেশের নামকরা চক্ষু বিশেষজ্ঞ দিয়ে চশমার পাওয়ার সেট করার আগে সম্পুর্ণ ফ্রিতে আপনার চক্ষু পরীক্ষার ব্যবস্থা আছে। তবে এই ব্যবস্থাটি শুধুমাত্র ফ্রেম ক্রয়ের পরে প্রযোজ্য।
টাইটানিয়াম ফ্রেম
টাইটানিয়াম ফ্রেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি ওজনে অত্যন্ত হালকা এবং সবচাইতে বেশী টেকশই ধাতু। অরিজিনাল টাইটানিয়ামের মুল্য কিছু কিছু ক্ষেত্রে গোল্ডের চেয়েও অনেক বেশী। এটি সাধারনত মরিচিকা ধরেনা, নিকেল ফ্রি এবং আপনার স্ক্রিনে কোন এলার্জেটিক প্রবলেম ক্রিয়েট করবেনা। সবচেয়ে নিম্নমানের টাইটানিয়াম দিয়ে তৈরী একটি ফ্রেমের মুল্য কম করে হলেও ৮ থেকে ১০ হাজার টাকা পড়বে। দোকানগুলোতে দেখবেন ২/৩ হাজার টাকায় টাইটানিয়াম ফ্রেম বিক্রি করে দিচ্ছে। এগুলো আসলে চাইনিজ মেটাল দিয়ে তৈরী যেখানে টাইটানিয়াম বলতে কিছু নেই। কাজেই টাইটানিয়ামের নামে চাইনিজ নিম্নমানের মেটাল দিয়ে তৈরী ফ্রেম কিনে প্রতারিত না হয়ে নাইন অপটিক থেকে উন্নতমানের অরিজিনাল টাইটানিয়াম ফ্রেম কিনুন। আমাদের প্রতিটি টাইটানিয়াম ফ্রেমের রয়েছে ২ বছর গ্যারান্টি।
অরিজিনাল ব্রান্ডেড ফ্রেম
টাইটানিয়াম ফ্রেম ছাড়াও নাইন অপটিক এর চশমার ফ্রেমের অনলাইন শপ ইউরোপ, জাপান এবং আমেরিকা থেকে আমদানীকৃত অরিজিনাল ব্রান্ডেড ফ্রেম বিক্রি করে থাকে। আমাদের কাছে রোলেক্স, ওমেগা, ডানহিল, পিয়েরে কার্ডিন, কার্টিয়ের, জেড চারমান্ট, অলিভার পিপলস, পল স্মিথ এবং র্যাবেনসহ প্রায় ২৫টি ব্রান্ডের অরিজিনাল ফ্রেম রয়েছে। টাইটানিয়াম ছাড়াও উন্নতমানের সেলুলয়েড, জার্মান স্টেইনলেস স্টিল, ইতালিয়ান এসিটেট ফ্রেম রয়েছে নাইন অপটিকের কালেকশনে। লেটেস্ট কালেকশনের জন্য নাইন অপটিক চশমার ফ্রেমের জন্য বেস্ট অনলাইন স্টোর। দেড়ি না করে আজই ভিজিট করুন।