বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬ কোটি শিশু (০-১৫ বছর)। আমাদের দেশে মোট অন্ধত্বের সংখ্যা প্রায় ৮ লাখ। সেখানেও শিশু অন্ধত্বের সংখ্যা প্রায় ৪০ হাজার। আবার পৃথিবীতে প্রতি এক মিনিটে একজন শিশু অন্ধ হচ্ছে। অথচ চিকিৎসার মাধ্যমে ১৫ শতাংশ শিশুকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করা যায়। ২৮ শতাংশ শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।
দৃষ্টিহীনতা এবং অন্ধত্ব দূর করার জন্য বিশ্বব্যাপী উদ্যোগের মধ্যে বিভিন্ন দেশে শিশুদের চোখের স্বাস্থ্যর প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এই বিষয়ে যথেষ্ঠ কার্যক্রম নেই। গ্রামীণ এলাকার অকার্যকর পরিবেশে অধিকাংশ শিশুদেরকেই চোখের সমস্যার জন্য ডাক্তারের কাছে নেয়া হয়না।
উন্নত দেশগুলোতে বাচ্চাদের চোখের সমস্যা বোঝার জন্য প্রি-স্কুল স্ক্রিনিং করা হয়। আমাদের পার্শ্ববর্তি দেশ ভারতেও প্রতিটি এলাকায়, প্রায় প্রতিটি স্কুলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বাচ্চাদের প্রি-স্কুল স্ক্রিনিং ক্যাম্প করা হয়।
“নাইন অপটিক ডট কম” উদ্যোগ নিয়েছে ঢাকা এবং এর আশে পাশের দরিদ্র স্কুলগুলোতে প্রতি মাসে কমপক্ষে ৪টি ফ্রি EYE SCREENING ক্যাম্প করবে। নিম্নোক্ত বিষয়গুলো এই ক্যাম্পেইনের সাথে যুক্ত থাকবে।
এই প্রোগ্রামে আমরা যে সব ফ্রি কার্যক্রম পরিচালনা করবো তা নিম্নরূপ;
১। অভিজ্ঞ অপটিশিয়ান এবং অভিজ্ঞ ডাক্তার দিয়ে কম্পিউটারাইজড পদ্ধতিতে বিনামূল্য ছাত্র-ছাত্রীদের চোখ পরীক্ষা করা।
২। চোখের রোগ সনাক্ত করার পর বিনামূল্য প্রয়োজনীয় ঔষধ বিতরন করা।
৩। প্রেসক্রিপশন গ্লাসের প্রয়োজন হলে, বিনামূল্য তা বিতরন করা।
৪। কোন ছাত্র ছাত্রীর যদি ছানি অপারেশনের প্রয়োজন হয়, বিনামূল্য তার ব্যবস্থা করা।
প্রাথমিকভাবে ঢাকা এবং গাজিপুরের ২০টি প্রাইমারি এবং প্রি প্রাইমারি স্কুল বাছাই করে আমাদের এই কার্যক্রম শুরু করবো। আপনিও চাইলে যেকোন ভাবে আমাদের এই সমাজ সচেতনতা মুলক কার্যক্রমের অংশিদার হতে পারেন। সেটা ব্যক্তি পর্যায়ে অথবা কোম্পানি পর্যায় থেকে স্পন্সর করে। স্পন্সর হওয়ার জন্য যোগাযোগ করুন;
“নাইন অপটিক”
৫৫, সোনারগাঁও জনপথ রোড (চতুর্থ তলা)
সেকটর ৭, উত্তরা, ঢাকা-১২৩০
Mobile: 01715846007 / 01847 097979
Email: nineoptic@gmail.com
সমাজ একা পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের সবাইকে মিলেই এই সমাজকে পরিবর্তন করতে হবে। দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ ।