Nine Optic
চোখের জন্য আপনি কি ধরনের পাওয়ার লেন্স ব্যবহার করবেন
বাংলাদেশে সাধারণত যেই লেন্সগুলো আসে সেগুলোর বেশির ভাগই চায়না থেকে সরবরাহ করা হয়। এগুলোর বাজার মূল্য ২০০ টাকা থেকে থেকে ১০০০ টাকার মধ্যে। অত্যন্ত নিম্নমানের হওয়ায় লেন্সগুলোতে খুব সহজেই দাগ ও ময়লা জমে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এই সমস্ত লেন্স সূর্যের ক্ষতিকর আলোক রশ্মি কন্ট্রোল করতে পারে না। দাম অল্প হলেও এই সমস্ত লেন্স চোখের জন্য সেইফ না। চশমার ফ্রেম যেমন তেমন হোক, লেন্স হওয়া চাই উন্নত মানের।
আপনার সামর্থ্য অনুযায়ী মোটামুটি মান অনুযায়ী লেন্স ব্যবহার করতে পারেন। তবে লক্ষ্য রাখা প্রয়োজন আপনার লেন্স যেন UV400 protected হয় এবং অবশ্যই এন্টি রিফ্লেকটেড / মাল্টি কোটেড হয়। এই লেন্সগুলো বাজারে বিভিন্ন দামের ভেতরে পাবেন। শুধুমাত্র মাল্টি কোটেড লেন্স আপনি ৪০০/- টাকা থেকে ক্রয় করতে পারবেন। সিঙ্গেল ভিশন পাওয়ারের জন্য এটা সর্বনিম্ন মূল্য। তবে পাওয়ার অনুযায়ী লেন্সের দাম নির্ধারণ হয়। আপনার পাওয়ার যদি বেশী থাকে অথবা ভ্যারিলাক্স পাওয়ার হয় তবে লেন্সের দাম বেশী হবে। যদি ভ্যারিলাক্স পাওয়ার হয় সেই ক্ষেত্রে, সর্বোচ্চ ১৫০০/- টাকা পর্যন্ত হতে পারে। এই ধরনের লেন্সের ক্ষেত্রে যদি এর চেয়ে বেশী মূল্য কেও রাখে তবে ধরে নেবেন, সে আপনাকে ঠকাচ্ছে। কোন অবস্থাতেই এই ধরনের মাল্টি কোটেড লেন্সের মূল্য ১৫০০/- টাকার বেশী হবেনা। এই লেন্সটি চায়না থেকে আমদানীকৃত। স্বল্প মূল্য হওয়ায়, বাংলাদেশে ৯০% ব্যবহারকারী এই লেন্স ব্যবহার করে থাকেন। লেন্সটি ফাইবারের তৈরী। Nine Optic এই লেন্সগুলো সাধারণত বিক্রি করেনা।

বাজারে বিভিন্ন ধরনের অরিজিনাল ব্রান্ডের লেন্স পাওয়া যায়। যার মূল্য ১৫০০/- টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত আছে। ক্ষেত্র বিশেষে আরো বেশী। তবে কোরিয়া থেকে আমদানীকৃত লেন্সগুলো মোটামুটি মানের । এর মধ্য Eyecon এবং Sola ব্রান্ডের লেন্সগুলোর কথা বলা যায়। এই লেন্সগুলো UV400 লেন্স। যা সাধারনত ক্ষতিকর আলোক রশ্মি কন্ট্রোল করতে পারে। তবে এতটা উচ্চ মানের নয়। মধ্যবিত্ত মানুষের জন্য এই লেন্সগুলো পারফেক্ট। ঢাকার মোটামুটি সব দোকানেই এই লেন্সের অর্ডার করতে পারবেন। ১/২ দিনের ভেতরেই ডেলিভারি দিয়ে দিবে। কারণ এগুলো সব রেডি পাওয়ারের লেন্স। যেকোন ইউনিফোকাল মাইনাস এবং প্লাস রেডি পাওয়ারের জন্য লেন্সগুলো পারফেক্ট। এরা ফটোক্রমিক লেন্সও বিক্রি করে থাকে। এই কোম্পানি গুলো এখন পর্যন্ত ভ্যারিলাক্স পাওয়ার বাজারে আনতে পারেনাই। আমরাও এই লেন্সগুলো বিক্রি করে থাকি। তবে এই লেন্সের ভেতরেও এক নাম্বার দুই নাম্বার আছে তাই কেনার সময় আসলতা দেখে কিনুন। এই লেন্সের গায়ে ব্রান্ডের নাম লেখা আছে, যেটা বিশেষ এক উপায়ে দেখতে হয়। Nine Optic এই লেন্সগুলো বিক্রি করে থাকে।
বাজারে নামি দামি ব্রান্ডের লেন্স পাওয়া যায়। বিশেষ করে দুটি কোম্পানীর লেন্সের কথা আমি উল্লেখ করবো। ব্রান্ড দুটু হলো Crizal এবং Zeiss. দুটোই বিশ্ব বিখ্যাত ব্রান্ড পাওয়ার লেন্সের জন্য। প্রথমেই Crizal নিয়ে আলোচনা করা যাক;
Crizal এর মাদার কোম্পানি হলো এসিলোর ইন্টারন্যাশনাল। এটি মুলত ফ্রান্স ভিত্তিক কোম্পানী। বাংলাদেশে সরাসরি কোন এজেন্ট নেই। ভারতের এজেন্ট বাংলাদেশের প্রিস্টিন কোং কোম্পানীকে এই লেন্স বাংলাদেশে সরবরাহ করার দায়িত্ব দিয়েছে। ভারতে Crizal এর ব্রান্ড এম্বাসাডর হলেন বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। শুধু মাত্র প্রিস্টিন কোংকোম্পানীর মাধ্যমেই বাংলাদেশে Crizal লেন্স আসে। তবে আপনি চাইলে যেকোন দোকানে অথবা আমাদের কাছে এই লেন্স অর্ডার করতে পারেন। নাইন অপটিক Crizal এর এক নাম্বার লেন্স বিক্রি করে থাকেন। এই লেন্সের মূল্য তুলনামুলক ভাবে কিছুটা বেশী। পাওয়ার ভেদে সিঙ্গেল ভিশন লেন্সের মিনিমাম মূল্য হলো ৩ থেকে ৪ হাজার টাকা। কিছু লেন্স আপনি রেডি পাবেন আবার কিছু লেন্সের জন্য কোম্পানী ১ মাস সময় নেবে। কারন ল্যাবের পাওয়ারগুলো ভারত থেকে তৈরি করে আনতে হয়। যদি Crizal লেন্স কেও আপনাকে ভ্যারিলাক্স পাওয়াএ এক/দুই দিনের মধ্য দিতে চায়, আপনি বুঝে নিবেন সে আপনাকে ঠকাচ্ছে । কারণ ভ্যারিলাক্স ল্যাব পাওয়ার Crizal এর ক্ষেত্রে ভারত থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনতে হয় এবং এর মিনিমাম মূল্য পরবে ১০ হাজার টাকার মতো।

Zeiss এর মাদার কোম্পানি হলো Carl Zeiss AG। এই কোম্পানী মুলত জার্মান ভিত্তিক। এই লেন্সটি বাংলাদেশে খুব একটা পুরাতন না। বাংলাদেশের Lexus Vision care এই লেন্সের লোকাল ডিষ্ট্রিবিউটর। এটিও মুলত ভারতের মাধ্যমে বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করে। এর মূল্য পাওয়ার ভেদে ৩ হাজার টাকা থেকে শুরু করে ৭৫ হাজার টাকা পর্যন্ত আছে। সব ধরনের পাওয়ার এই কোম্পানি অফার করে থাকেন।

বাজারে আরো অনেক কোম্পানির লেন্স পাওয়া যায়। ব্রান্ড না হলে কখনোই একটি লেন্সের মূল্য ১৫০০/- টাকার বেশী হবেনা। সুতরাং লেন্স ক্রয়ের সময় সর্বোচ্চ শতর্কতা অবলম্বন করুন। এ বিষয়ে পরবর্তিতে আরো বিস্তারিত আলোচনা করা হবে।
Nine Optic